বগুড়ায় সংবাদ সম্মেলনে বিএনপি’র অভিযোগঃ আন্দোলন ঠেকাতে সরকার পুলিশ লেলিয়ে দিয়েছে

পুণ্ড্রকথা রিপোর্ট:
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৭ বার।

বগুড়ায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ব্যাপক ধরপাকড়ের অভিযোগ করেছে ওই দলটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি বগুড়া জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম অভিযোগ করেন, প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে ব্যাপক নেতা-কর্মীর উপস্থিতিতে সরকার ঈর্ষান্বিত হয়ে পুলিশকে লেলিয়ে দিয়েছে।
তিনি অভিযোগ করেন, গত পাঁচ দিনে পুলিশ জেলা সদরসহ কয়েকটি উপজেলা থেকে বিএনপি ও যুবদলের অন্তত ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। এছাড়া সোনাতলায় লিটন নামে এক যুবদল নেতাকে ডিবি পুলিশের পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। গাবতলী এবং শাজাহানপুরে শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। তিনি দাবি করেন, ‘নির্বাচনের পূর্বে সহায়ক সরকারের দাবিতে নেতা-কর্মীরা যাতে আন্দোলন গড়ে তুলতে না পারে সেজন্যই ধরপাকড় শুরু করা হয়েছে। কিন্তু এভাবে গ্রেফতার করে আন্দোলন দমন করা যাবে না।’
সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এখনও সময় আছে। জনগণের মনোভাব বোঝার চেষ্টা করুন। গণগ্রেফতার ও হয়রানি বন্ধ করুন। অন্যথায় জনগণ রাজপথে নেমে আসবে তখন সরকার দলীয় নেতা-কর্মীরা পালানোর পথও পাবে না।’
শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সাবেক সাংসদ অ্যাডভোকেট হাফিজার রহমান, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, রেজাউল করিম বাদশা, ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর হেনা, মোহাম্মদ শোকরানা, লাভলী রহমান, আব্দুর রাফি পান্না, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, এম আর ইসলাম স্বাধীন, পরিমল কুমার সিংসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।