বগুড়ার দুপচাঁচিয়ায় ১ হাজার টাকার ৩০০টি জাল নোটসহ ২ ব্যক্তি গ্রেফতার

মঈন খান, দুপচাঁচিয়া উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০১৯ ১৬:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬১২ বার।

বগুড়ার দুপচাঁচিয়া পুলিশ রোববার দুপুরে উপজেলার ঝাঝিরা গ্রাম থেকে জাল ১ হাজার টাকার ৩০০টি নোটসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলো- নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ওয়ারিখাণ্ডা গ্রামের দবির উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪৫) ও একই উপজেলার আবাদপুর গ্রামের কাফিজ উদ্দিনের ছেলে আক্তারুজ্জামান (৪০)। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিকেলে নওগাঁর পত্নীতলা উপজেলার শিহারা বাজার থেকে জাল নোট তৈরির প্রিন্টার মেশিন জব্দ করা হয়।
দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঁঝিড়া গ্রামে কয়েক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করছে বলে দুপুরের দিকে খবর আসে। এরপর দুপুর ২টার দিকে ওসি (তদন্ত) শহিদুল ইসলামকে ফোর্সসহ সেখানে পাঠানো হয়। 
ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, তিনি সাব ইন্সপেক্টর (এসআই) জাকির হোসেন এবং সহকারি সাব ইন্সপেক্টর (এএসআই) আব্দুর রাজ্জাক এবং কয়েকজন কনস্টেবলকে নিয়ে ঝাঁঝিড়া গ্রামে যান। দুপুর আড়াইটার দিকে তারা জনৈক মনির উদ্দিনের বাড়ির পশ্চিম পাশে কাঁচা সড়কে সন্দেহজনক ঘোরাফেরার করার সময় আশরাফুল ইসলাম ও আক্তারুজ্জামানকে আটক করেন। পরে তাদের শরীর তল্লাশী করে ১ হাজার টাকার জাল ৩০০টি নোট উদ্ধার করা হয়। তিনি বলেন, জিজ্ঞাসাবাদকালে তারা সেগুলো নওগাঁর পত্নীতলায় আশরাফুল ইসলামের মালিকানাধীন কীটনাশকের দোকানে ছাপানোর কথা জানান। পরে বিকেলে ৪টার দিকে তাদেরকে নিয়ে সেখানে যাওয়ার পর জাল টাকা তৈরির প্রিন্টার মেশিন জব্দ করা হয়।
দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, রাতে আসামীদের থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।