ঈশ্বরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০১৯ ০৫:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৪ বার।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ মোস্তফা ভুঁইয়া (৩২) নামের এক ব্যক্তি মারা গেছেন। রোববার রাত ১ টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। খবর সমকাল অনলাইন 

পুলিশের দাবি, নিহত ব্যক্তি এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় চারটি মামলা রয়েছে। 

পুলিশ জানায়, উপজেলার হারুয়া বাজারে এলাকায় মাদকের ভাগাভাগি চলছে এমন খবরে থানা পুলিশ ও ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের একটি দল যৌথ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছুড়তে শুরু করে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষর্থে পু্লিশও পাল্টা গুলি চালায়। পরে ধানক্ষেত থেকে মোস্তফা ভুঁইয়াকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার এসআই সজীব ঘোষ বলেন, মোস্তফা একজন তালিকাভুক্ত মাদকব্যবসায়ী। রোববার রাতে তারা যৌথ অভিযানে গেলে পু্লিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। ওই সময় পু্লিশও আত্মরক্ষার্থে গুলি করে। পরে ধানক্ষেত থেকে মোস্তফাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।