শেরপুরে ইউপি সদস্য দুর্ধর্ষ সন্ত্রাসী! অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১০:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৪১ বার।

বগুড়ার শেরপুরে আব্দুর রউফ ওরফে রউফ মেম্বার (৪০) নামে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার শেরুয়া বটতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রউফ শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। সে একই ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ফজলুল হকের ছেলে।
পুলিশের শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানিয়েছেন, আব্দুর রউফ মেম্বার এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, পুলিশের মোটর সাইকেল ছিনতাই ও সরকারি কাজে বাধাদানের ঘটনায় মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে পার্শ্ববর্তী সিরাজগঞ্জ সদর এবং রায়গঞ্জ থানাতেই ৪টি এবং বগুড়ার শেরপুর থানায় আরও দু’টি মামলা রয়েছে। বৃহস্পতিবার শেরপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আব্দুর রউফ আশপাশের বিভিন্ন থানায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত’।
শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রউফকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশী করে নাইন এমএম বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার হয়। তিনি বলেন, ‘ওই ঘটনায় আব্দুর রউফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে’