রাণীনগরে তাপদাহে মারা গেল খামারীর এক হাজার মুরগী

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১৩ মে ২০১৯ ১০:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২২ বার।

নওগাঁর রাণীনগরে প্রচন্ড তাপদাহে এক খামারীর প্রায় এক হাজার ব্রয়লার মুরগী মারা গেছে।  সপ্তাহ জুড়ে টানা তাপদাহের কারণে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ১২শ’ মুরগীর মধ্যে প্রায় এক হাজার মুরগী পর্যায়ক্রমে মারা যায় ।  এতে ঋনের বোঝা কাঁধে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন খামারী  সাজ্জাদ হোসেন। সাজ্জাদ কালীগ্রাম ইউনিয়নের ভান্ডাড়া গ্রামের মৃত বাদেশ আলীর ছেলে ।
সাজ্জাদ হোসেন জানান, বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋন দিয়ে গত প্রায় এক মাস আগে ব্রয়লার মুরগীর বাচ্চা কিনে তার নিজস্ব মুরগী শেডে বাণিজ্যিক ভাবে পালন করছিলেন।  গত ৩০ দিনে প্রতিটি মুরগীর ওজন হয়েছিল প্রায় এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত।  এরই মধ্যে সপ্তাহ জুড়ে অব্যহত প্রচন্ড তাপদাহের কারণে খামারের সাদা ব্রয়লার জাতের ১২শ’ মুরগীর মধ্যে প্রায় এক হাজার মুরগী মারা যায়।  এতে খামারী সাজ্জাদ হোসেনের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। খামারী সাজ্জাদ হোসেন ২০১০ সাল থেকে এই ব্যবসার সাথে জরিত। তিনি নিজ বাড়ির পাশে নিজ উদ্দোগে গড়ে তোলেন বাণিজ্যিক ভিত্তিক মুরগীর খামার।নিজের কোন পুঁজি না থাকায় তিনি বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋন নিয়ে দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছেন বলে জানা গেছে।