প্রকৃতির মাঝে বগুড়া লেখক চক্রের অন্যরকম কবি আড্ডা আর কবিতা পাঠ

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৩০ বার।

চেয়ার টেবিল নেই, মঞ্চ নাই, সাউন্ড সিস্টেম নাই চলছে কবিতা পাঠ।  ঘাসে বসে, চোখভরা আকাশ আর প্রকৃতিকে নিয়ে কবিতা পাঠ।  কবিতা শুধু চার দেয়ালের মাঝে শোনার কোন বিষয় নয়, তা আবারও প্রমাণ করলো বগুড়া লেখক চক্র। শ্রোতা যেমন হলে যান প্রস্তুতি নিয়ে কবিতা শোনার, তেমনি কবিরাও যেতে পারেন পাঠকের কাছে।  এমনি উদাহরণ তৈরী করেছে বগুড়া লেখক চক্র।  বাংলাদেশের ঐতিহ্যবাহি এই সাহিত্য সংগঠনের আয়োজনে প্রায়শঃ কবিতাকে নিয়ে যাওয়া হয় পাঠকের দোরগোড়ায়।  কখনো কবিতা ভাসানের নামে নদীতে, কখনো কবিতা ভ্রমণের নামে কোন ঐতিহাসিক প্রত্নতাত্তিক  স্থানে। 


শুক্রবার এই রকই এক আয়োজন হয়ে গেলো বগুড়া লেখক চক্রের।  প্রত্নতাত্তিক নিদর্শন  বগুড়ার শিবগঞ্জের ভাসুবিহারে শুক্রবার বিকালে বসেছিলো কবিদের মিলনমেলা।  স্বরচিত কবিতা পাঠ, কবি আড্ডা, আবৃত্তি, কবিদের কণ্ঠে গান আর মজার মজার চুটকিতে ভরে ছিলো পুরো অনুষ্ঠান।  এইসবের ফাঁকে ফাঁকে চলে হালকা খাবার।  প্রকৃতি আর কবিতা যেন এক হয়ে গিয়েছিলো।  এরকম মনোরম বিকেল আর সূর্য ডোবা কবিদের অভিভুত করে।  চমৎকার আবহাওয়া, কবিতা, হালকা খাবার, আড্ডা, প্রকৃতি, পাশে বিল কবিদের আপ্লুত করে, প্রকৃতি তাদের আবেগতাড়িত করে তোলে, সন্ধ্যা শেষ হয়, কিন্তু কবিতা থেকে যায় ভাসুবিহারে ইটে আর ঘাসে।  কবিতার জয়হোক এই স্লোগানে  বাড়ী ফিরেন কবিরা।  


স্বরচিত কবিতা পাঠ আর কবি আড্ডায় সভাপতিত্ত্ব করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।  প্রধান অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার কাজীপুর সরকারী মনসুর আলী কলেজের অধ্যক্ষ কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- শিবগঞ্জ এম এইচ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, আত্রাই বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবি করিম মোহাম্মদ ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির, বগুড়া যুব ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান ঝিলাম। আবৃত্তি করেন আবু বকর সিদ্দিক এবং শাহানুর শাহিন।  সংগীত পরিবেশন করেন-আফসানা জাকিয়া।


কবি আড্ডা আর স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহন করেন সাংবাদিক বাবু বসুধা, কামরুন নাহার কুহেলী, আফসানা জাকিয়া, কথাসাহিত্যিক আব্দুর রাজ্জাক বকুল, পড়ুয়ার সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম, রনজু ইসলাম, হাদিউল হৃদয়, বেলাল সরকার, শীতল সাহা, হিরণ্য হারুন, মোঃ মাহতাব, রাব্বী হাসান, মাহবুব হোসেন খালিদ, আহমেদ সাব্বির, রুমানা শারমীন, জয়নুল আবেদীন, মোঃ ইসরাফিল হোসেন, আল আমিন, নয়ন আহমেদ, আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি কামরুন নাহার কুহেলী ও শাহানুর শাহিন ।