মুক্তিযুদ্ধে বগুড়ায় প্রথম শহীদ তোতা'র কবর সংস্কার করলো ছাত্রলীগ

অরূপ রতন শীলঃ
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৪৫ বার।

মুক্তিযুদ্ধে বগুড়ার প্রথম শহীদ তোতা মিয়ার কবর এবং তাঁর স্মরণে নির্মিত স্মৃতিসৌধ পরিষ্কার করেছে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের কর্মীরা। শুক্রবার বিকেল ৪টায় সদরের নওদাপাড়া এলাকায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফের ব্যক্তিগত উদ্যোগে ওই সংগঠন এবং টিম ক্র্যাকড্-এর সদস্যরা মিলে এই পরিষ্কার অভিযান পরিচালনা করে। তারা শহীদ তোতার কবর পরিষ্কারের পর সেটি রঙ করে দেয়।
আয়োজকরা জানান, বগুড়া সদরের ঠেঙ্গামারা গ্রামের মৃত ভোলা শেখের পুত্র তোতা মিয়া। তিনি পেশায় ছিলেন একজন রিকশাচালক। ১৯৭১ সালের ২৬ শে মার্চ সকালের দিকে তোতা মিয়া এবং তাঁর বন্ধুরা বগুড়ার নওদাপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে গাছ কেটে পাকিস্তানি হানাদার বাহিনীর পথ রোধ করার জন্য ব্যারিকেড দেয়ার কাজ করছিল। এমন সময় হানাদার বাহিনীর কনভয়গুলো ঠেঙ্গামারা রাস্তায় এসে পড়ে। সঙ্গীরা ভয়ে পালিয়ে গেলেও অসীম সাহসী তোতা তীব্র ক্ষোভে কুড়াল উঁচিয়ে এগিয়ে যায় পাক হানাদার বাহিনীর দিকে। হায়েনারা এলোপাথারি গুলি ছুঁড়লে সেখানেই শহীদ হন তোতা মিয়া। তোতা মিয়া রাস্তায় পড়ে গেলে হানাদাররা তাঁর লাশের উপর দিয়ে তাদের গাড়ী চালিয়ে এগিয়ে যায় বগুড়া শহর অভিমুখে। পরে এলাকাবাসী তোতা মিয়াকে তার বাড়ি থেকে ১০০ গজ দূরে দাফন করেন। পরে সেখানে তাঁর স্মরণে একটি স্মৃতি সৌধও নির্মাণ করা হয়।

তবে দীর্ঘদিনের অযত্ন এবং অবহেলায় সেই কবরসহ সংলগ্ন এলাকা অপরিচ্ছন্ন হয়ে পড়ে। পরিবেশটিও নোংরা হয়ে ওঠে। বিষয়টি জানার পর স্বেচ্ছাসেবী সংগঠন টিম ক্র্যাকড্-এর সদস্যরা শহীদ তোতার কবর এবং স্মৃতি সৌধ সংস্কারের জন্য বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন ছাত্রলীগ নেতা সাজু, আরিফ, পাপন, দুলাল, জামী, পলাশ, লিমন, আউয়াল, রবিন,  টিম ক্র্যাকড্ বগুড়ার ডা. রোকনুজ্জামান সোহাগ, পল্লব ঘোষ, বাবু এবং মিফতাউল।

ছাত্রলীগ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, ‘মুক্তিযুদ্ধে যারা দেশের জন্য প্রাণ বিলিয়ে দিয়েছেন তাদের স্মরণে ভবিষ্যতেও আমাদের এই ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।’