রাজশাহী বোর্ডে এসএসসির ৩০ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০১৯ ০৭:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৭ বার।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ৩০ হাজার ২৩১টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন পড়েছে। আবেদনকারীর সংখ্যা ১৫ হাজার ১৭৩ জন। কেউ কেউ একাধিক খাতাও পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। কাঙ্ক্ষিত ফল না পেয়ে শিক্ষার্থীরা এই আবেদন করে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি  বলেন, ‘ফল প্রকাশের পর গত ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়। এ সময়ে ১৫ হাজার ১৭৩ জন শিক্ষার্থী তাদের ৩০ হাজার ২৩১টি খাতা চ্যালেঞ্জ করেছে।’

আনারুল হক প্রামাণিক আরও বলেন, ‘শিক্ষার্থীরা ধারণা প্রসূত ফল না পেয়ে সাধারণত এটা করে থাকেন। আমরা তাদের প্রত্যাশা মাথায় রেখে সঠিকভাবে খাতা পুনর্নিরীক্ষণ করব এবং দ্রুত ফল প্রকাশ করা হবে। যাতে কলেজে ভর্তি হতে তাদের কোনো বিড়ম্বনায় পড়তে না হয়।’

গত ৬ মে প্রকাশিত ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় পাশের হারে দেশসেরা হয় রাজশাহী বোর্ড। এই বোর্ডে পাশের হার ৯১.৬৪ শতাংশ। আর জিপিএ-৫ অর্জন করে ২২ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী। বোর্ডে ছাত্রীদের পাশের হার ছিল ৯২.৯৬ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৯০.৪৪ শতাংশ।