স্বামী ও শ্বশুর-শাশুড়ি পলাতক

বগুড়ার কলেজ ছাত্রী গৃহবধূর লাশ উদ্ধার

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০১৯ ০৭:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৩ বার।

বগুড়ায় সাবিরা বেগম নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সাবিরা বেগম (১৮) বগুড়া সদর উপজেলার নামুজা বগারপাড়া গ্রামের সাব্বির হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে সাবিরা বেগমের স্বামী ও শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় পুলিশ লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে(শজিমেক) ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।  

স্থানীয়রা জানায়, এক বছর আগে নামুজা বগারপাড়া গ্রামের সেকেন্দার মহুরীর ছেলে সাব্বির হোসেন তার প্রথম স্ত্রীকে তালাক দেন। এরপর একই গ্রামের খশরু মিয়ার মেয়ে সাবিরা বেগমকে বিয়ে করেন। বিয়ের সময় কোনো যৌতুক লেনদেন না হলেও জামাইকে চাকরি পাইয়ে দেয়ার জন্য টাকা দিয়ে সহযোগিতা করার কথা ছিল।এদিকে সাবিরা বিয়ের পর কলেজে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করলে তা নিয়ে স্বামীর সঙ্গে কলহ দেখা দেয়। বৃহস্পতিবার সকালে সাবিরার লাশ বাড়ির উঠানে ফেলে রেখে স্বামীর বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বগুড়া সদর থানার এসআই রেজাউল করিম জানান, নিহতের গলায় কালো দাগ দেখা গেছে। পরিবারের সবাই পালিয়ে যাওয়ায় বিস্তারিত কিছু জানা যায়নি।