বিএনপি নেতা শাহীন হত্যাকাণ্ডে জড়িত ছোট বিপুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ মে ২০১৯ ০৭:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৮ বার।

বগুড়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছোট বিপুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে জেলার আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামে শ্বশুড় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে নেওয়া হয়েছে। শাহীন হত্যা মামলার মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমবার হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে। তবে সে যদি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে রাজি হয় তাহলে আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন পড়বে না।
গত ১৪ এপ্রিল রাতে বগুড়া শহরের উপ-শহর বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন খুন হন। ওই ঘটনার দু’দিনের মাথায় তার স্ত্রী আকতার জাহান শিল্পী জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ১০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, মোটর মালিক গ্রুপের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে তার স্বামীকে হত্যা করা হয়েছে।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত প্রধান আসামী আমিনুল ইসলামসহ ৪জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে এ পর্যন্ত পায়েল শেখ ও রাসেল ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। জবানবন্দীতে তারা জানিয়েছেন, মোটর মালিক গ্রুপের এক বড় ভাই শাহীন হত্যার পরিকল্পনা করেছ।
শাহীন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আম্বার হোসেন জানান, সর্বশেষ ছোট বিপুল নামে যাকে গ্রেফতার করা হয়েছে সে এজাহারভুক্ত আসামী নয়। তবে পায়েল সেখ এবং রাসেল ইতিপূর্বে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে শাহীন হত্যাকাণ্ডে ছোট বিপুলের সম্পৃক্ততার কথা জানিয়েছিল, তাই তাকে গ্রেফতার করা হয়েছে।