সিআইডি প্রধান হলেন শফিকুল ইসলাম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০১৯ ১২:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৮ বার।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম।

সিআইডি প্রধান ছাড়াও পুলিশের উচ্চ পর্যায়ের আরও তিনটি পদেও বদল আনা  হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্য পদগুলোর মধ্যে নৌ-পুলিশের প্রধান উপ-পুলিশ পরিদর্শক শেখ মোহাম্মদ মারুফ হাসানকে ঢাকায় পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, চলতি দায়িত্বে) করা হয়েছে। 

উপ-পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ঢাকা রেঞ্জ থেকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) পদে বদলি করা হয়েছে।

এছাড়া উপ-পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে ঢাকায় পুলিশ অধিদপ্তর থেকে হাইওয়ের পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) করা হয়েছে।