ধুনটে বিএনপি'র ১৫ নেতার বিরুদ্ধে নাশকতার মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৪৭ বার।

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির ১৫জন নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের হয়েছে।  পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল ও উপজেলা বিএনপির সদস্য সচিব শরাফাতজামান পাশাসহ ১৫জন নেতাকর্মীর নামীয় ও অজ্ঞাত ২০/২৫জনকে ওই মামলায় আসামী করা হয়েছে।  শুক্রবার রাতে ধুনট থানার এসআই শাহীন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টায় নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকার একটি মাদ্রাসার পাশে বিএনপির নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল।  ওই বৈঠকে তারা নাশকতার পরিকল্পনা করছিল।  গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।  কিন্তু পুলিশের আগমনের টের পেয়ে বৈঠক থেকে নেতাকর্মীরা পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি ককটেল, লাঠিশোঠা, ইট-পাটকেল উদ্ধার করেছে।

ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল বলেন, বিএনপি নেতাকর্মীদের হামলা-মামলা ও নির্যাতনে সরকারের নিয়মিত কর্মকান্ডের অংশ হিসেবে এ মিথ্যা মামলা দায়ের হয়েছে।  হয়রানিমুলক এ মামলার তীব্র নিন্দা জানাই।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, শুক্রবার রাতে সোনাহাটা বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীরা বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্য, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় থানায় ১৫ জন নামীয় ও ২০/২৫জন অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।