আবারও তালা ঝুলিয়েছে পদ বঞ্চিত নেতা-কর্মীরা

বগুড়ায় বিএনপি’র আহবায়ক কমিটি দলের জেলা কার্যালয়ের দখল নিয়েও ধরে রাখতে পারলো না

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ মে ২০১৯ ১৫:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৫০ বার।

বগুড়ায় বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের দখল নিয়েও শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না। শুক্রবার বিকেলে তারা দলীয় কার্যালয় ছেড়ে যাওয়ার পর পরই সন্ধ্যার আগ মুহুর্তে সেটির পুর্নদখল নিয়ে তাতে আবারও তালা ঝুলিয়ে দিয়েছেন পদ বঞ্ছিত নেতা-কর্মীরা। বিএনপির পদবী খোওয়ানে দেলোয়ার পশারী হিরুর নেতৃত্বে পদ বঞ্চিত নেতা-কর্মীরা পরে জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজের কুশপুত্তলিকাও দাহ করেন। এক সমাবেশে তারা আহবায়ক কমিটি বাতিল না করা পর্যন্ত দলীয় কার্যালয় তালাবদ্ধ রাখারও ঘোষণা দেন।
এর আগে কমিটি গঠিত হওয়ার প্রায় ৪৮ ঘন্টা পর শুক্রবার বেলা সাড়ে ৩টায় বগুড়ায় বিএনপির আহবায়ক কমিটির সদস্যরা পদ বঞ্চিত নেতা-কর্মীদের লাগানো তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করেন। নতুন আহবায়ক সাবেক সংসদ সিরাজের নেতৃত্বে আহবায়ক কমিটির সদস্যরা পরে বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
বগুড়ায় মেয়াদ উত্তীর্ণ বিএনপির জেলা কমিটি বিলুপ্ত করে গত ১৫ মে গোলাম মোহাম্মদ সিরাজকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। তবে পদ বঞ্চিত নেতা এবং তাদের অনুসারীরা গোলাম মোহাম্মদ সিরাজকে ‘সংস্কারপন্থী’ উল্লেখ করে তার নেতৃত্বে গঠিত কমিটি বাতিলের দাবিতে ওইদিন থেকেই বিক্ষোভ দেখিয়ে আসছিল। এমনকি ওইদিন ইফতারের পর পরই তারা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। ওই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে তার পরেও আহবায়ক কমিটি বিরোধীদের তৎপরতা থামেনি বরং ১৬ মে বিকেলে আবারও দলীয় কার্যালয়ে তালা দেওয়া হয়।
উদ্ভুত পরিস্থিতিতে আহবায়ক কমিটির পক্ষ থেকে ১৭ মে শুক্রবার বেলা সাড়ে ৩টায় শহরের নওয়াববাড়ি সড়কে বিএনপি জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়া হয়। তবে দলীয় কার্যালয় তালাবদ্ধ থাকায় তা খানিকটা বিলম্বিত হয়। আহবায়ক কমিটির সদস্যরা দলীয় কার্যালয়ের তালা ভাঙ্গার পর বিকেল ৪টায় তা অনুষ্ঠিত হয়। 
সংবাদ সম্মেলনে গোলাম মোহাম্মদ সিরাজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আহবায়ক কমিটি গঠনের কথা জানিয়ে বলেন, ‘আহবায়ক কমিটির জন্য দায়িত্বপ্রাপ্ত বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ প্রাথমিকভাবে ১০০ নেতার নামের তালিকা করেছিলেন। সেখান থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১জনের নাম চুড়ান্ত করেছেন।’ তিনি আরও বলেন, ‘আমাদেরকে ৩ মাসের মধ্যে তৃণমুল থেকে সম্মেলনের মাধ্যমে বিএনপিকে পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আমরা আরও ৩ মাস সময় নেব। ৬ মাসের মধ্যেই আমরা উপজেলা, পৌরসভা ও জেলা কমিটি উপহার দিতে সক্ষম হব।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা দলের শৃঙ্খলা মানেনি তাদেরই বহিস্কার করা হয়েছে। তবে এটা স্থায়ী বহিষ্কার নয়। তারা যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে তাহলে আমরা তাদের বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য সুপারিশ করবো।’ 
প্রত্যক্ষদর্শীরা জানান, আহবায়ক কমিটির নেতৃবৃন্দ শুক্রবার বিকেল পাঁচটার দিকে দলীয় কার্যালয় ত্যাগ করার পর পরই পদ বঞ্চিত নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। দল থেকে পদবী খোয়ানে বিএনপির সাবেক নেতা দেলোয়ার পশারী হিরুর নেতৃত্বে অর্ধশত নেতা-কর্মী দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে সেখানে বিক্ষোভ দেখান। পরে সেখানে জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজের কুশপুত্তলিকা দাহ করা হয়।