বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে সিরাজই বিএনপির প্রার্থী হচ্ছেন?

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৭ মে ২০১৯ ১৫:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৯০ বার।

বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে বিএনপি বগুড়া জেলা কমিটির আহবায়ক সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজকেই ধানের শীষের প্রার্থী করা হচ্ছে বলে আভাস মিলেছে। শুক্রবার বিকেলে বগুড়ায় জেলা বিএনপি কার্যালয়ে দলের আহবায়ক কমিটির পক্ষ থেকে আয়েঅজিত এক সংবাদ সম্মেলনে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘আমি এখনও জানি না। তবে আমাকে মনোনয়ন দিলে কোন আপত্তি করবো না।’ গোলাম মোহাম্মদ সিরাজ যখন এমন কথা বলছিলেন তখন নেতা-কর্মীরা তুমুল করতালি দিয়ে তার বক্তব্যকে সমর্থন করছিলেন।
গত বছরের ৩০ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। তবে নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেন। সেই অনুযায়ী আগামী ২৪ মে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ মে মনোনয়নপত্র জমা দানের শেষ দিন।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত নির্বাচিত সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজের উদ্দেশ্যে সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, বগুড়া-৬ (সদর) আসন থেকে আপনাকে সংসদে পাঠানো হবে বলেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষ মুহুর্তে শপথ নেননি? জবাবে জবাবে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘এটা আমি জানি না। কারণ আমি যত দূর জানি শপথ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপরই ছেড়ে দিয়েছিলেন।’
শুক্রবারের সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বিএনপি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা উপস্থিত ছিলেন।