প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বগুড়ার ধুনটে আগুন পুড়লো ৩ বাড়ি

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০১৯ ১৩:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৮ বার।

বগুড়ার ধুনট সদর ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামে অগ্নিকান্ডে ৩টি বসত বাড়ী ভস্মিভূত হয়েছে। শুক্রবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গৃহকর্তাদের প্রায় দু’লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

ক্ষতিগ্রস্থরা হলেন পাকুড়িহাটা গ্রামের ময়ান প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম, মুন্টু মিয়ার ছেলে আব্দুস সোবহান ও মধু প্রামানিকের ছেলে বায়েছ আলী। 

সরেজমিনে দেখা যায়, আগুনে শফিকুল ইসলামের একটি ঘর শতভাগ ভস্মিভূত হয়েছে। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। অন্যদিকে ঘরের আংশিক ক্ষতি হয়ে আব্দুস সোবহানের প্রায় ৩০হাজার ও বায়েছ আলীর প্রায় ২০হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় হঠাৎ করেই শফিকুল ইসলামের ঘরে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরাও আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে। ধারনা করা হচ্ছে, দাহ্য পদার্থের কারনে আগুন দ্রুত ছড়িয়ে পরে।

এদিকে ক্ষতিগ্রস্থ শফিকুল ইসলাম তার প্রতিপক্ষের বিরুদ্ধে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ করছেন। প্রতিপক্ষের লোকজনের দাবী, নিজের ঘরে নিজেরাই আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।