নিষেধাজ্ঞা পুনর্বহাল- ইরানের তেল রপ্তানির নতুন কৌশল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০১৯ ১৪:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৯ বার।

মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরান তার তেল রফতানিতে নতুন কৌশল গ্রহণ করেছে। বিষয়টি জানিয়েছে ইরানের এক সিনিয়র নৌকর্মকর্তা। শনিবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ইলনা এ খবর জানায়।

ইরানের বন্দর ও সামুদ্রিক সংগঠনের সামুদ্রিক বিষয়ক উপ-পরিচালক হাদি হাকশেনস বলেন, তেল মন্ত্রণালয় তেল রফতানিতে কৌশল পরিবর্তন করেছে এবং আমাদের পোর্ট থেকে তেলবাহী কার্গোর গন্তব্য পরিবর্তন করা হয়েছে।

তবে তিনি নতুন কৌশল বা নতুন গন্তব্যের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ইরানের অপরিশোধিত তেল রফতানি মে মাসে গড়ে প্রতিদিন ৫ লাখ ব্যারেল (বিপিডি)।

ট্যাংকারের তথ্য এবং শিল্প কারখানার সূত্রানুযায়ী তিনি বলেন, তেহরানের আয়ের মূল উৎসকে বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র, বিশ্ববাজারে তেল সরবরাহ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।

বিশ্বের ছয় শক্তির সঙ্গে ২০১৫ সালে ইরানের পরমাণু চুক্তি হয়েছিল। গত বছর এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র তাদের প্রত্যাহার করে তেহরানের ওপর অবরোধ দেয়।

পেট্রোলিয়াম সরবরাহকারী দেশগুলোর সংগঠন ওপেককে নিজের তেল রফতানি নিয়ে কোনো হালনাগাদ প্রতিবেদন দেয়নি ইরান। কাজেই দেশটির তেল রফতানি নিয়ে এখন কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

তিনি বলেন, অবশ্যই এটা আমরা অস্বীকার করছি না তেল উৎপাদন এবং উত্তোলন অতীতের চেয়ে কমে গেছে। তবে পোর্ট থেকে তেলবাহী জাহাজ ছেড়ে বন্ধ হচ্ছে না। তবে এর পরিসংখ্যান ছাড়াই তিনি এসব বলেন।