মোট ১ হাজার ২০৬জন বৃত্তি পেয়েছে

বগুড়ায় জেএসসি বৃত্তিতে শীর্ষে ক্যান্টঃ পাবলিক স্কুল ও কলেজ

অরূপ রতন শীল
প্রকাশ: ১৮ মে ২০১৯ ১৭:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৮ বার।

বগুড়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি)পরীক্ষায় অংশগ্রহণকারী ১২০৬ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী বৃত্তিপ্রাপ্তদের ৫২০জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৬৮৬ জন নাম লিখিয়েছেন। জেলার ১২টি উপজেলার মধ্যে ট্যালেন্টপুল এবং সাধারণ- এই উভয় শাখায় সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে বগুড়া সদর উপজেলার শিক্ষার্থীরা। 
তবে জেলায় ৮৩জন বৃত্তি পেয়ে প্রতিষ্ঠানভিত্তিক প্রথম হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।  দ্বিতীয় সর্বোচ্চ ৭১জন বৃত্তি পেয়েছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি স্কুল ও কলেজ থেকে।  এছাড়া বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ থেকে ৬৮জন বৃত্তি পাওয়ায় প্রতিষ্ঠানটি তৃতীয় হয়েছে।  

২০১৮ সালে  ১লা নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু হয়। চলে ১৫ নভেম্বর পর্যন্ত। এতে বগুড়ার ৩৯ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করে ৩৮ হাজার ৩৫০জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৩ হাজার ৫৩৮ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পাশের হার ছিল শতকরা ৯৫ দশমিক৯৫। 

নিচে উপজেলাওয়ারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা দেওয়া হলোঃ

বগুড়া সদরে বৃত্তি পেয়েছে মোট ২৪৬জন। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ১০৬জন। শিবগঞ্জে ৫৫জন ট্যালেন্টপুলে এবং ৭২জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।সারিয়াকান্দিতে বৃত্তি পাওয়া ৯৭জনের মধ্যে ট্যালেন্টপুলে নাম লিখিয়েছে ৪২ জন। শেরপুরে ট্যালেন্টপুলে ৫৩জন এবং সাধারণ গ্রেডে ৭০জনসহ মোট ১২৩জন বৃত্তি পেয়েছে। গাবতলীতে বৃত্তি পাওয়া ১০৭জনের মধ্যে ৪৬জন ট্যালেন্টপুলে স্থান করে নিয়েছে। 
এছাড়া দুপচাঁচিয়ায় ট্যালেন্টপুলে ২৮জনসহ মোট ৬৫জন, ধুনটে ৪২জন ট্যালেন্টপুলেসহ ৯৭জন, কাহালুতে ট্যালেন্টপুলে ২১জনসহ ৪৯জন, সোনাতলায় ট্যালেন্টপুলে ৩৮জনসহ ৮৯জন,  আদমদীঘিতে ট্যালেন্টপুলে ২৭জনসহ ৬২জন, শাজাহানপুরে ৪০জন ট্যালেন্টপুলেসহ ৯২জন এবং নন্দীগ্রামে ২২জন ট্যালেন্টপুলেসহ মোট ৫২জন বৃত্তি পেয়েছে।