লাভজনক মূল্যে ধান কেনার দাবিতে বগুড়ায় বাম জোটের মানববন্ধন

দোস্ত আউয়াল
প্রকাশ: ১৯ মে ২০১৯ ০৭:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৮ বার।

লাভজনক মূল্যে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ এবং ৯ দফা বাস্তবায়নের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ওই কর্মসূচি পালন করা হয়। জোটের জেলা সমন্বয়ক আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ নেন। 
 

মানববন্ধন চলাকালে নেতৃবৃন্দ বলেন, 'দেশের সিংহভাগ মানুষ গ্রামে বাস করে। প্রায় সকলেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত। যে কৃষকদের উৎপাদন ১৭ কোটি মানুষের মুখের ভাত জোগায় সেই কৃষকরাই আজ ধানের ন্যায্য মূল্য না পেয়ে লোকসান গুনছে। এটা মেনে নেওয়া যায় না। সঠিক মূল্য না পাওয়াই তাদের ফসল উৎপাদন খরচই উঠছে না। সরকার ঘোষিত মূল্যে ধানসহ ফসল বিক্রি করতে না পেরে লোকসানের মুখে কৃষকেরা। এদেশের কৃষক পণ্য কিনতেও ঠকে আবার বেঁচতেও ঠকে। এই দূরাবস্থায় প্রতিটি ইউনিয়নে সরকারি কেন্দ্র চালু করে কৃষকদের কাছে থেকে ১ হাজার ৪০ টাকা মণ দরে সরকারকে ধান কেনার দাবি জানান তারা।' 
 

পাটকল শ্রমিকদের বকেয়ার কথা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, 'পাটকল শ্রমিকদের পাওনা বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি বাংলাদেশ পাটকল কর্পোরেশন। এর ফলে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা আবারো রাস্তায় নেমে এসেছে। বন্ধ হয়ে যাচ্ছে পাটকলগুলো। অবিলম্বে শ্রমিকদেরর বকেয়া বেতন পরিশোধসহ ৯ দফা দাবী মেনে নেওয়ার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান তারা।'
মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাাড সাইফুল ইসলাম পল্টু, আমিনুল ফরিদ, আমিনুল ইসলাম এবং সাইফুজ্জামান টুটুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।