বগুড়ার শাজাহানপুরে সাবেক সাংসদ লালুসহ বিএনপির ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

পুণ্ড্রকথা রিপোর্ট:
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৪ বার।

বগুড়ার শাজাহানপুরে এবার বিএনপির পালিয়ে বেড়ানো এক নেতার বাড়ি থেকে ১২টি পেট্রোল বোমা ও এক বস্তা ইটের টুকরা উদ্ধারের দাবি করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, শনিবার গভীর রাতে উপজেলার মোস্তাইল বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। ওই ঘটনায় পুলিশ বগুড়া-৭ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুসহ দলটির ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর শাজাহানপুর উপজেলা সদরে বিএনপি কার্যালয় থেকে ২টি ককটেল, ৩টি হাসুয়া, ১টি ছোরা, ১০টি লাঠি এবং ইটের টুকরা উদ্ধার করা হয়। ওই ঘটনায় উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশারসহ ৬০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের কিছু দুস্কৃতিকারি নেতা-কর্মি নাশকতামূলক কর্মকান্ড সম্পাদনের জন্য শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মোস্তাইল বাজারে বিএনপি নেতা শফিকুল ইসলামের বাড়িতে গোপন বৈঠক করছিল খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালানো হয়। এসময় দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ওই বাড়ি তল্লাশি করে ১২টি পেট্রোল বোমা, ৩টি কাঁচের বোতল ও ১ বস্তা ইটের টুকরা উদ্ধার করা হয়। ওই ঘটনায় শাজাহানপুর থানার এসআই বাবর বাদী হয়ে বিএনপির সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুসহ দলটির ৩৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং আরও ২৫জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তবে অভিযুক্ত বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক সাংবাদিকদের বলেছেন, আগের মামলার কারণে তিনি বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। গোপন বৈঠক করার সুযোগ কথায়। তার মতে আগামী নির্বাচনে বিএনপি যাতে অংশ গ্রহন করতে না পারে সেজন্য নেতা-কর্মীদের কোনঠাসা করতে পুলিশ নিজেরাই বিষ্ফোরক দ্রব্য নিয়ে এসে নাটক সাজিয়ে চলছে।