পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে

সান্তাহার জংশন ষ্টেশনে দ্রুতযান এক্সপ্রেস অবরোধ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০১৯ ১২:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৯ বার।

ঢাকা থেকে পঞ্চগড়গামী নতুন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশন স্টেশনে যাত্রা বিরতির দাবিতে আন্দোলনে নেমেছে নওগাঁ ও সান্তাহারবাসী। চলমান এ আন্দোলনের অংশ হিসেবে রোববার দুপুর ১২ টা ২০ মিনিট থেকে ১২ টা ৫০ মিনিট পর্যন্ত ৩০ মিনিট ট্রেন অবরোধ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। 


সান্তাহার ষ্টেশনে ট্রেন যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটির আহবানে নওগাঁ, সান্তাহার ও আশেপাশের এলাকার কয়েক হাজার মানুষ ট্রেন অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহন করে । দুপুর ১২টা ২০ মিনিটে ট্রেনটি ষ্টেশনের প্রবেশ করার পর আন্দোলনকারীরা প্রায় ৩০ মিনিট ট্রেনটি অবরোধ করে রাখে। এ সময় আন্দোলনকারিরা ট্রেন যাত্রাবিরতির দাবিতে নানা শ্লোগান দিয়ে ষ্টেশন চত্বর মূখরিত করে রাখে। পরে ১২টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সান্তাহার ষ্টেশন ছেড়ে যায় আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস।


সান্তাহার জংশন ষ্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সান্তাহার ষ্টেশনে ট্রেন যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটি গত ১৭ মে থেকে লাগাতার কর্মসুচি পালন করে আসছে। এ কর্মসুচির অংশ হিসেবে রোববার ছিল ট্রেন অবরোধ কর্মসূচি। 


আগামী ২৫ মে থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকার মধ্যে চলাচল শুরু করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের ট্রেনটির উদ্ভোধন করবেন। পঞ্চগড় থেকে ট্রেনটি যাত্রা করে ঠাকুরগাঁও, দিনাজপুর ও পার্বর্তীপুর যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌছাবে। জনগুরুত্বপূর্ন জংশন ষ্টেশন হওয়া সত্বেও সান্তাহার জংশন ষ্টেশনে যাত্রাবিরতি না দেয়ায় ট্রেন যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটি প্রায় তিনদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। 


সান্তাহার ট্রেন যাত্রাবিরতী বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা জানান, কর্মসুচি মধ্যে ১৭ মে সান্তাহার জংশন স্টেশনে প্রতিবাদ সমাবেশ, ১৮ মে মানববন্ধন কর্মসূচি,১৯ মে আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস অবরোধ কর্মসূচি ইতিমধ্যে পালন করা হয়েছে। আজ ২০ মে সকাল থেকে সান্তাহারের উপর দিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা, পার্বতীপুর, সৈয়দপুরগামী সকল ট্রেন অবরোধ কর্মসুচি পালন করা হবে। তিনি বলেন, রেলমন্ত্রী সান্তাহার জংশন স্টেশনে নতুন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির ঘোষনা না দেওয়া পর্যন্ত লাগাতার এ কর্মসুচি অব্যাহত থাকবে। প্রয়োজনে নওগাঁ, সান্তাহার ও আশেপাশের এলাকার মানুষদের সাথে নিয়ে আরো কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।

 

ট্রেন অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন যাত্রাবিরতি বাস্তবায়ন কমিটির আহবায়ক সাবেক সাংসদ কছিম উদ্দীন আহম্মেদ, যুগ্ন আহবায়ক সাজেদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি নওগাঁ জেলা শাখার সভাপতি এ্যাড. মোহসিন রেজা, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম, সাবেক পৌর মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, নারী নেত্রী শাহানাজ মোমতাজ, আদমদীঘি থানা যুবদলের সভাপতি মাহাফুজুল হক, পৌর যুবদলের সভাপতি মামুনুর রশিদ মামুন, সহকারী অধ্যপক মাসুদ রানা এবং আওয়ামীলীগ নেতা আসলাম সিদকার।