সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০১৯ ১২:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৩ বার।

প্রতিটি ইউনিয়নে “সরকারি ক্রয় কেন্দ্র” চালু করে খোদ কৃষকের কাছ থেকে ১০৪০ টাকা মন দরে ধান ক্রয় করার দাবিতে নওগাঁয়  মানববন্ধন করেছেন বাম গণতান্ত্রিক জোট। রোববার দুপুর ১২ টার দিকে শুরু হয়ে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে ঘন্টা ব্যাপী চলে এ মানববন্ধন।

জেলা সিপিবির সভাপতি অ্যাপভোকেট মহসীন রেজার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ জেলার বাসদের সমন্নয়ক জয়নাল আবেদীন মুকুল, কমিউনিস্ট পার্টি নওগাঁ জেলা শাখার সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, নওগাঁ জেলার কৃষক সমিতির আহব্বায়ক মুনসুর রহমান, নওগাঁ জেলা বাসদের অন্যতম সদস্য সেকেন্দার আলী ও মিতালী সরকার ।

বক্তারা কৃষককে ধানের নায্য মূল্য দেওয়ার জন্য সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। মানববন্ধন থেকে রাস্তায় ধান ছিটিয়ে দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।