নওগাঁর মান্দায় বিদ্যুতের অবৈধ সংযোগের তারে জড়িয়ে ধানকাটা শ্রমিকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০১৯ ১৩:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৮ বার।

নওগাঁর মান্দায় বিদ্যুতের অবৈধ পার্শ্বসংযোগের তারে জড়িয়ে আব্দুল আলিম (৪৬) নামে ধানাকাটা এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কবুলপুর মাঠের একটি ধানক্ষেতে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম মশিদপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে ও দুই সন্তানের জনক।


স্থানীয়দের অভিযোগ, কবুলপুর (কালাসিংগা) গ্রামের আতাউর রহমান দীর্ঘ ৩ বছর ধরে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। সহোদর সেতাবুল ইসলাম ও ফারুক হোসেনের মিটার থেকে অন্তত ২শ মিটার দুরে বিলের ভেতরে অবস্থিত বাড়িতে লুজ তারের সাহায্যে সংযোগ নেন তিনি। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলেও অভিযোগ স্থানীয়দের। 


শ্রমিকরা জানান, রোববার সকালে তারা সাতজন গ্রামের মোজাহার হোসেনের জমিতে ধান কাটার উদ্দেশ্যে যায়। কাজ শুরুর কিছু পরেই আব্দুল আলিম ধানের জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ওই তার থেকে ছাড়িয়ে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।


মান্দা থানার পরিদর্শক তদস্ত তারেকুর রহমান সরকার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় নিহতের পরিবার থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন ।


মান্দা পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান জানান, ব্যক্তিগত মিটার থেকে অবৈধভাবে নেয়া পার্শ্বসংযোগের তার জড়িয়ে ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।