বগুড়ায় বাম দলের সমাবেশ

অসীম কুমার কৌশিকঃ
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৫ বার।

ভোটাধিকারসহ সকল গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে বগুড়ায় সোমবার সাড়ে ১১ টায় বাম গণতান্ত্রিক জোট এর উদ্যোগে সমাবেশ করা হয়। একই দাবীতে এর আগে ঐ সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন সড়কে মিছিল করা হয়।সমাবেশে বক্তারা গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিভিন্ন দাবি পেশ করেন।

বক্তারা তাদের দাবীসমূহে উল্লেখ করেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে সব দল ও সমাজের মানুষের মতামতের ভিত্তিতে দেশে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।  নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বর্তমান জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে ।  জনগনের আস্থাহীন সরকারের অনুগত বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনসহ টাকার খেলা ও পেশা নির্ভর বিদ্যমান গোটা নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে।  মহাজোট সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করে দমন-নিপীড়নের পথে স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী অব্যাহত রেখেছে।শোষণ-বৈষম্য, রুটি-রুজির সংকট, বেকারত্ব, গুম-খুন-সন্ত্রাস, জনমালের নিরাপত্তাহীনতা এসবে জনজীবন বিপর্যস্ত।‘
আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদের নির্বাচন তফসীল ঘোষণা হবার কথা রয়েছে।  দেশে এখনো নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নাই।  তাই তারা তাদের উত্থাপিত দাবিসমূহ অবিলম্বে মেনে নেওয়ার আহবান জানান।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ বগুড়া জেলা আহবায়ক সাইফুল ইসলাম ,সিপিবি জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ,বাসদ মার্কসবাদী আমিনুল ইসলাম,গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী আব্দুল রশিদ,বিপ্লবী ওয়ার্কাস পার্টি জেলা সমন্বয়ক শাহাদৎ হোসেন শান্ত ও দিলরুবা নূরী।