‘সব বুথ ফেরত সমীক্ষা ভুল হতে পারে না’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০১৯ ০৭:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৯ বার।

ভারতের লোকসভা নির্বাচন নিয়ে বুথ ফেরত (এক্সিট পোল) জরিপের ফল মানতে রাজি নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের অন্য বিরোধী নেতারাও এই ফল বিশ্বাস করতে পারছেন না।

তবে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার সাফ কথা, “সব বুথ ফেরত সমীক্ষা ভুল হতে পারে না।”

শেষ দফার ভোটগ্রহণ শেষ হতেই একের পর এক বুথ ফেরত জরিপ বোমার মতো আছড়ে পড়েছে বিরোধী শিবিরে। অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকেই এগিয়ে রাখা হয়েছে।

জিনিউজ জানায়, কমপক্ষে আটটি বুথ ফেরত জরিপে এগিয়ে এনডিএ। সেখানে বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ও অন্যরা শত চেষ্টা করলেও নরেন্দ্র মোদির আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসা ঠেকাতে পারছে না।

একটি মাত্র জরিপ ছাড়া সবকটি’তেই এনডিএ জোটকে রাখা হয়েছে ২৭৭ আসনের ওপরে, যেখানে সরকার গঠন করতে প্রয়োজন ২৭২ আসন।

এ অবস্থায় বুথ ফেরত জরিপকেই নিশানা করছে বিরোধীরা। তাদের অভিযোগ, বিরোধী জোট গঠন ঠেকাতে এই জরিপ। তবে পাল্টা দিয়েছেন ওমর আবদুল্লাহ।

জম্মু ও কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী এক টুইটে লিখেছেন, “সবক’টি বুথ ফেরত জরিপ ভুল হতে পারে না। এখন টিভি, সোশ্যাল মিডিয়া থেকে চোখ সরিয়ে ২৩ মে পর্যন্ত অপেক্ষা করা উচিত। দেখুন, পৃথিবীটা সেদিন পর্যন্ত নিজের অক্ষে ঘুরছে কিনা।”

ভারতের লোকসভা নির্বাচনের সাত দফা ম্যারাথন ভোটগ্রহণ শেষ হয়েছে ১৯ মে। ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে। অবিশ্বাস্য কিছু না ঘটলে ফের ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সেটা অনেকটা নিশ্চিত।