ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় নকল জুস তৈরী কারাখানার সন্ধান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ মে ২০১৯ ১৪:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩৩ বার।

বগুড়ায় নকল জুস তৈরীর কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল সাড়ে ৩ টায় বিসিক শিল্প এলাকায় ওই অভিযানে প্রায় ২ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। এ সময় কারখানার মালিক সেলিম রেজা সহ অন্যান্য শ্রমিক পালিয়ে যায়। তবে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার কথা আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রায় দুই ঘন্টার চলা ওই অভিযানে আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ টি এম কামরুল ইসলাম। এসময় সদর থানার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির  সদস্যরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ টি এম কামরুল ইসলাম পুণ্ড্রকথাকে বলেন, 'সেলিম রেজা  দীর্ঘদিন ধরে নকল জুস তৈরী করে আসছিল। কেও যেন সহজে  টের  না পায় এজন্য  বাইরে থেকে তালা ঝুলিয়ে তারা কাজ করতো। তারা ড্রাগন ফ্রুটস এন্ড বেভারেজের নামে  জুস বাজারজাত করতো। অভিযানে কারখানা থেকে  প্রায় ২ লাখ টাকার মালামাল জব্দ করে সিলগালা করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'অভিযান চলাকালে কাওকে না পাওয়ায় কোন অর্থদন্ড প্রদান করা সম্ভব হয়নি। কিন্তু তাদের বিরুদ্ধে দ্রুত আইনী পদক্ষেপ নেয়া হবে।'