শেরপুরে চুরি যাওয়া মালামাল উদ্ধার : গ্রেফতার ৪

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৮ বার।

বগুড়ার শেরপুর উপজেলার আম্বইল বাজার থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এসময় সংঘবদ্ধ চোরদলের ব্যবহৃত লেগুনা গাড়ি জব্দসহ ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরে পুলিশের এসআই ওসমান গণির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলো- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ দক্ষিণপাড়া গ্রামের তফের ফকিরের ছেলে লিটন ফকির (৪০), একই জেলার রায়গঞ্জ উপজেলার বাশুরিয়া গ্রামের জিসার শেখের ছেলে রফিকুল ইসলাম (৪১), উল্লাপাড়া উপজেলার দাতপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (২২) ও আক্তার আলীর ছেলে আতাউর রহমান (২১)।
শেরপুর থানা পুলিশের এসআই ওসমান গনি জানান, সোমবার ভোররাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল বাজারে আলমগীর হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে একদল চোর হানা দেয়। তারা সার্টারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে একটি লেগুনা গাড়িতে তুলে নিয়ে যায় তারা। সকালের দিকে পুলিশ ঘটনাটি জানতে পারে। একইসঙ্গে অভিযানে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ উপজেলায় অভিযান চালানো হয়। পরে চুরির ঘটনায় ব্যবহৃত লেগুনা গাড়ি জব্দসহ চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি উক্ত চারজনকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি আঁচ করতে আরও ৩জন চোর পালিয়ে যায় বলে এই পুলিশ কর্মকর্তা জানান। উক্ত ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।