মুখে না বললেও পাকিস্তান ম্যাচ ভাবাচ্ছে কোহলিকে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০১৯ ১৩:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৬ বার।

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। আর সেটি যদি হয় বিশ্বকাপের মতো আসরে তবে তো কথাই নেই।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে ১৬ জুন পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সে ম্যাচ নিয়ে আলাদা কথা বললেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি।

তবে অন্য এক প্রশ্নে যা বললেন, তাতে পাকিস্তান ম্যাচ নিয়ে যে আলাদা পরিকল্পনা তার দলের, সেটি ওঠে এল ভালোভাবেই।

এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে ভারতকে। ব্যাটিং তো সব সময়ের মতোই দারুণ। ভারতের পেস বোলিং ইউনিটও এখন সমীহ জাগানো। ইংল্যান্ড বিশ্বকাপে তাই ভারতকে টপ ফেভারিটের স্বীকৃতি দিতে কার্পণ্য করছে না বিশেষজ্ঞরা। কোহলির দলের চোখও যে শিরোপায় সেটি কি আর বলার অপেক্ষা রাখে!

বিশ্বকাপের প্রথম পর্ব হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ অংশ নেওয়া দশটি দল লিগ পর্বে একে অপরের মুখোমুখি হবে। এরপর সেরা চার দল খেলবে সেমিফাইনাল।

এদিনের সংবাদ সম্মেলনে পাকিস্তান ম্যাচ নিয়ে অনুমিতভাবেই প্রশ্ন করা হলো কোহলিকে।

তবে ভারত অধিনায়ক খবরের রসদ জাগানিয়া উত্তর দিলেন না। বললেন, ‘‘যদি আমরা প্রত্যেক দল নিয়ে আলাদা আলাদা করে ভাবি, তবে নিজেদের আসল লক্ষ্যে পৌঁছাতে পারব না। প্রস্তুতিটা মোটেও এর জন্য (পাকিস্তান ম্যাচের জন্য) আলাদা নয়। আমরা আমাদের নিজেদের মান এবং লক্ষ্যে মনোযোগ দিতে চাই।’’

তবে অন্য একটি প্রশ্নের উত্তরে কোহলির পরিকল্পনায় পাকিস্তান ম্যাচ ঠিকই এল।

এবারের বিশ্বকাপের সূচি নিয়ে বলতে গিয়ে কোহলি বলেন, ‘‘এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তবে ভালো দিক হলো সব ম্যাচের আগেই উপযুক্ত বিরতি রয়েছে। খেলোয়াড়রা তাই ক্লান্ত হবে না। নিজেদের আবার পুনর্গঠনের সুযোগ পাবে। শুরুতেই আমাদের চারটি কঠিন ম্যাচ রয়েছে। যা আমাদের পথরেখা তৈরি করে দেবে। এখানে আনন্দের কোনো সুযোগ নেই এবং এ কারণেই এটা বিশ্বকাপ।’’

বিশ্বকাপে শুরুর চার ম্যাচের কথা বললেন কোহলি। যে চার ম্যাচের একটি পাকিস্তান ম্যাচ। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আসর শুরু করবে দেশটি। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ তাদের।

অর্থাৎ যে চার ম্যাচকে পথ রেখা তৈরি করে দেওয়ার ম্যাচ বলছেন কোহলি, সেখানে রয়েছে পাকিস্তান ম্যাচও।

অন্য সবার মতো ফরম্যাটের কারণে এবারের বিশ্বকাপকে চ্যালেঞ্জিং বলছেন কোহলি, ‘‘অবশ্যই ফরম্যাটের কারণে অনেক বেশি চ্যালেঞ্জিং বিশ্বকাপ হতে যাচ্ছে এবার। আপনি যদি সব দলের দিকে তাকান তবে দেখবেন সবাই কাছাকাছি ধরনের। এমনকি আফগানিস্তানও ২০১৫ সালের পর থেকে অনেক উন্নতি করেছে। সব ম্যাচেই আমাদের সেরাটা দিতে হবে। এটা ভিন্ন চ্যালেঞ্জ, যা প্রত্যেকের মানিয়ে নিতে হবে।’’