হুয়াওয়ের সর্বনাশে স্যামসাংয়ের পৌষ মাস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০১৯ ১৪:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭২ বার।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের কারণে চীনের হুয়াওয়ের বিপদ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি লাভবান হবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। হুয়াওয়ের পরিকল্পনা ছিল ২০২০ সাল নাগাদ বৃহত্তম ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের আসন থেকে স্যামসাংকে সরিয়ে দেওয়া।

হুয়াওয়ের ফোনে অ্যান্ড্রয়েড সেবাসহ নিজেদের কিছু কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। হুয়াওয়ের নতুন ফোনে পাওয়া যাবে না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট। একই সঙ্গে জনপ্রিয় সেবা গুগল প্লে স্টোর, জিমেইল, ক্রোম ব্রাউজার এবং ইউটিউবও চলবে না। তবে আগে যারা ফোনটি কিনেছেন, তাদের কোনো সমস্যা হবে না।

গুগল সরে যাওয়ায় হুয়াওয়ের ফোন বিক্রি বিশ্ববাজারে কমে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট সিনেট বলছে, হুয়াওয়ের এমন বিপদে আইফোনও লাভবান হবে। কিন্তু উপকারটা হবে স্যামসাংয়ের বেশি।

গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় হুয়াওয়ে ‘হংমেং’নামের নিজস্ব অপারেটিং সিস্টেম আনছে বলে শোনা যাচ্ছে। তাতেও অবশ্য প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ সে ক্ষেত্রে গুগলের জনপ্রিয় অ্যাপসগুলো ক্রেতারা পাবেন না।

গত কয়েক বছরে হুয়াওয়ে ফোনের কাছে রীতিমতো ধরাশায়ী অবস্থায় ছিল স্যামসাং। তাদের নাইট মোড চীনের ফোনটির মতো ভালো না। হুয়াওয়ে ফোনের ক্যামেরাও তুলনামূলক ভালো।

স্যামসাং সম্প্রতি ভাঁজ করা ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। সেটি আনতে তাদের তাড়া ছিল। কিন্তু হুয়াওয়ে এখন বিপদে পড়ায় আরও দেরিতে এই ফোনের নতুন নতুন মডেল বাজারে ছাড়তে পারবে তারা। এই ফোনগুলোতে গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যার দিয়ে বিভিন্ন অ্যাপের ব্যবহার আরও ভালো হবে বলে ঘোষণা দিয়েছে স্যামসাং।

সামনে হুয়াওয়ের মেট এক্স ফোন বাজারে আসার কথা। এই ফোনটিতে গুগলের সফটওয়্যার থাকবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। মেট এক্সের সঙ্গে গুগলের চুক্তি আগে হয়েছে, নাকি পরে হওয়ার কথা ছিল সেটি জানা যায়নি। যদি আগে হয়ে থাকে, তবে গুগলের সফটওয়্যার এতে থাকবে।

মেট এক্সের উৎপাদন হুয়াওয়ে যদি বন্ধ করে দেয়, তাহলে স্যামসাং ফোনের বিক্রি কয়েক গুণ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।