বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ শেরপুরের ত্রাস রাজু র‌্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ মে ২০১৯ ০৬:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৯৮ বার।

বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ রাজু আহম্মেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কালশিমাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ওয়ান শ্যূটার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার রাজু বগুড়ার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়ার আসাদুল হকের ছেলে।
র‌্যাব বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাটিডালি-বনানী দ্বিতীয় বাইপাস সদর উপজেলার কালিশামাটি গ্রামে সড়কে ফাতেমা ফিলিং স্টেশনের প্রায় ১০০ গজ উত্তর স্থানীয় গ্রামে প্রবেশের পাকা রাস্তার উপর থেকে রাজু আহম্মেদকে গ্রেফতার করা হয়।
ওই সংবাদ বিজ্ঞপ্তি জানানা হয়েছে, রাজু শেরপুর এলাকার ত্রাস হিসেবে পরিচিত। সম্প্রতি সে সংখ্যালঘু ৪টি পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদের জন্য অমানুষিক অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছিল। ওই ঘটনায় নির্যাতিত পরিবারের পক্ষ থেকে গত ১৯ মে সংবাদ সম্মেলন করা হয়। এর আগে গত ২৬ এপ্রিল সে সোহেল (২০) নামে এক যুবককে পিটিয়ে হাড় ভেঙ্গে দেয়। ওই ঘটনায় সোহেলের মা শেরপুর থানায় মামলা দায়ের করে।