ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো গলফ টুর্নামেন্ট

পুণ্ডকথা ডেস্ক।
প্রকাশ: ২২ মে ২০১৯ ১০:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৪ বার।

পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা শাখার সার্বিক ব্যবস্থাপনায় গত শনিবার নৌবাহিনীর ‘মারগালা গলফ ক্লাবে’ ৫ ক্লাব গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ‘গলফ খেলো এবং বন্ধু বানাও’- এই শ্লোগানে উদ্ধুদ্ধ হয়ে কুটনৈতিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। সুত্র : সমকাল।

ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিউর রহমানের তত্ত্বাবধানে বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা শাখার তৃতীয় বারের মত আয়োজিত এই টুর্নামেন্ট সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

আট নারী গলফারসহ মোট ৪৮ জন প্রতিযোগী দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ৮জন রাষ্ট্রদূত ও হাইকমিশনার  উপস্থিত ছিলেন।

পাকিস্তানে নিযুক্ত তুর্কমেনিস্তানের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডিন আটাডজান মভলামভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিউর রহমান নেট রানার-আপ পুরস্কার লাভ করেন।

এ উপলক্ষে বক্তৃতাকালে ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিউর রহমান বলেন, ইসলামাবাদস্থ কূটনীতিবিদ, প্রতিরক্ষা উপদেষ্টা,আন্তর্জাতিক সংস্থায় কর্মরত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে বন্ধুত্ব ও সম্প্রীতি দৃঢ়তর করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা শাখা আগামীদিনেও ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করবে।

পুরস্কার বিতরণীর পর সকল গল্ফার এবং আগত অতিথিদের সম্মানে ইফতার ও নৈশ ভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য, টুর্নামেন্টটি বাংলাদেশ ও নাইজেরিয়ান প্রতিরক্ষা শাখা কর্তৃক যৌথভাবে স্পন্সর করা হয়।