অপর ৩জন মনোনয়ন তুলেছেন

খালেদা জিয়া বগুড়া উপ-নির্বাচনে অংশ নিচ্ছেন না

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ মে ২০১৯ ১৭:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৭ বার।

বগুড়া-(৬) সদর আসনে উপ-নির্বাচনে অংশগ্রহণে অনিচ্ছা প্রকাশ করেছেন কারারুদ্ধ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এজন্য তার নামে মনোনয়নপত্র উত্তোলন করা হলেও জমা দেওয়া হবে না। বগুড়া জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, খালেদা জিয়া নির্বাচনের ব্যাপারে অনীহা প্রকাশ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর মনোনয়নপত্র জমা দিতে নিষেধ করেছেন।
এর আগে বগুড়া-(৬) সদর আসনে উপ-নির্বাচনে অংশগ্রহণের জন্য বুধবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ প্রাথমিকভাবে মনোনীত চার প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন করা হয়। অপর ৩ জন হলেন: বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা। 
বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ জানান, দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মনোনয়নপত্রটি ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘রাতে আমরা জানতে পেরেছি যে ম্যাডাম নির্বাচনে অংশ নিতে রাজি হননি। তাই আগামীকাল (২৩ মে) তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে না।’