বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

দুপচাঁচিয়া (বগুড়া ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০১৯ ১৩:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮১ বার।

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তালোড়া পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম ১ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ৭৮২.৩০ টাকার এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১২ লাখ ৩৬ হাজার টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ১ কোটি ২৩ লাখ ২৭ হাজার ৭৮২.৩০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১১ লাখ ৩২ হাজার ৭শ ৮৪ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৩ লাখ ৭৮২.৩০ টাকা। সর্বমোট ব্যয় ১ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ৫৬৬.৩০ টাকা। উদ্বৃত্ত ১ লাখ ৩ হাজার ২শ ১৬ টাকা। এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব মাহবুবুর রহমান পলাশের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

 

একই দিন বিকালে গোবিন্দপুর পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান এসএম হেলাল ১ কোটি ৪৩ লাখ ২৭ হাজার টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৮লাখ টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ১ লাখ ২০হাজার টাকা। ইউপি চেয়ারম্যান এসএম হেলাল এর সভাপতিত্বে ও সচিব উত্তম কুমার শীল এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন। এসময় সভায় মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, ইউনিয়ন আ’লীগের সভাপতি নূর মোহাম্মদ, প্যানেল চেয়ারম্যান সাদিকুল আলম তালুকদার, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলু, আ’লীগ নেতা মোকছেদ আলী, ইমাম রাজু আহম্মেদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

 

অন্যদিকে তালোড়া ইউনিয়ন পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালোড়া পৌরসভার মেয়র আমিরুল ইসলাম বকুল, তালোড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোকলেছার রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সাদিকুল ইসলাম মজনু, শিক্ষক সালাউদ্দিন আহম্মেদ, ইউনিয়নবাসী নূর মোহাম্মদ, আব্দুস সালাম প্রমুখ। এসময় থানার এসআই আব্দুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, পরিষদের সদস্য, সদস্যাগণ সহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ হতে জিপিএ-৫ প্রাপ্ত ২জন কৃতি শিক্ষার্থী, ১জন করে উদ্ভাবনী কৃষক, সর্বাধিক বৃক্ষরোপনকারী ও সর্বাধিক করদাতাকে পুরস্কৃত করা হয়।