বগুড়ায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুনলো মুক্তিযুদ্ধে নারীদের বীরত্বগাঁথা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৩ মে ২০১৯ ১৩:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১২ বার।

“বগুড়া নার্সিং ইনস্টিটিউট”-এর শিক্ষার্থীরা লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের কণ্ঠে শুনলো মুক্তিযুদ্ধে নারীদের বীরত্বগাঁথা। বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া জেলা প্রশাসন এবং বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়া’র যৌথ উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কর্মসূচি “মুক্তিযুদ্ধের গল্প শোন” অনুষ্ঠানের ১৩তম আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শোনে রণাঙ্গনের বীরত্বগাঁথা। শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন এক নতুন অভিজ্ঞতা।

পিনপতন নিরবতায় শিক্ষার্থীরা শোনে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা। অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ ছিলো স্বতোস্ফূর্ত এবং কুইজ পর্বে প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা অর্জন করেছে মুক্তিযুদ্ধের বই পুরস্কার। 


লেখক সাংবাদিক শাহরিয়ার কবির তার স্মৃতিকথায় বিশেষভাবে স্মরণ করেন মুক্তিযুদ্ধকালে নারীদের অসীম ত্যাগের কথা। তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরাতন। মুক্তিযুদ্ধে পরাজয়বরণ করে আত্মসমর্পন করতে বাধ্য হয়েছিল নব্বই হাজার অধিক পাকিস্তানী সামরিক বাহিনী। স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষাধিক মানুষকে জীবন দিতে হয়েছে। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে নারীরা, যা খুব বেশি আলোচিত হয় না।

একাত্তরের দিনগুলি বইতে শহীদজননী জাহানারা ইমাম যুদ্ধের দিন গুলির কথা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। মুক্তিযুদ্ধে নারী যোদ্ধাদের মাঝে তারামন বিবি বীরপ্রতিক, ডা. সিতারা বেগম, শিরিন বানু মিতিল, নাজমা বেগম-এর নাম উল্লেখযোগ্য। শিরিন বানু মিতিল, নাজমা বেগম মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছেলে সেজে যুদ্ধ করেছেন। সুপরিচিত কবি সুফিয়া কামালের মেয়ে সুলতানা কামাল বিশ্রামগঞ্জের এক হাসপাতালে নার্স হিসেবে সেবা দিয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের। শাহরিয়ার কবির আরো উল্লেখ করেন- শেরপুরের সোহাগ পুরের ১০০ বিধবার কথা যা বিধবা পল্লী নামে পরিচিত, মুক্তিযুদ্ধে তাঁদের স্বামী-সন্তান হাঁরিয়ে নিঃশ্ব হয়েছেন এবং নির্যাতিত হয়েছেন।

মুক্তিযুদ্ধে সরকারি হিসেবে দুই লাখ মা-বোন নিযাতিত হয়েছেন যা বেসরকারি হিসেবে পাঁচ লক্ষাধিক। মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসনে প্রথম উদ্যোগ গ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাদার তেরেসা হোমে নিযাতিত নারীদের পুনর্বাসিত হওয়া এবং যুদ্ধ শিশুদের কথাও তিনি স্মরণ করেন। তিনি আরো স্মরণ করেন মুক্তিযুদ্ধে প্রথম শহীদ বাবলুর কথাও। মুক্তিযুদ্ধে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে শহীদ পরিবার যে অবর্ননীয় কষ্টের মাঝে জীবন কাটিয়েছে সে কথাও তুলে ধরেন। বঙ্গবন্ধু হত্যার পর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বন্ধের ষড়যন্ত্রের কথাও তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশকে বঙ্গবন্ধুর বাংলাদেশে রূপান্তরে প্রয়োজন সর্বস্তরে মুক্তিযুদ্ধের চেতনার বিস্তার এবং এক্ষেত্রে আজকের এমন আয়োজন একটি গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 'জাতির আগামী প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে মুক্তিযুদ্ধের ইতিহাস জানা ও চর্চার বিকল্প নেই। আজকের অনুষ্ঠানে চমৎকার ভাবে মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা আলোচিত হয়েছে এবং আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারন করতে সকলকে সঠিক ইতিহাস জানতে হবে। বগুড়া জেলার ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আয়োজন সুসম্পন্ন হবার পর আগামীতে বড় পরিসরে দেশের সনামধন্য ব্যক্তিত্ব এবং বগুড়ার মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজিত হবে। বগুড়া জেলা প্রশাসন আগামীতেও বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়া’র সঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করবে।' 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, স্বাচিপ বগুড়ার সভাপতি ডা. সামীর হোসেন মিশু এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ। অতিথিরা এমন আয়োজনের গুরুত্ব উপস্থাপন এবং ভূয়সী প্রশংসা করেন। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন- বগুড়া নার্সিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত ইন্সট্রাক্টর মোস্তারী নূর। অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকায় ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়া’র সমন্বয়কারী এ টি এম রাশেদুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দকে ফুল সহ মুক্তিযুদ্ধের গল্পের বই উপহার দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় “বগুড়া নার্সিং ইনস্টিটিউট”। বিশেষভাবে উল্লেখ্য, ধারাবাহিক এ অনুষ্ঠান বগুড়া জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। “মুক্তিযুদ্ধের গল্প শোন” অনুষ্ঠানে এ পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪৪৭০জন শিক্ষার্থী অংশ নিয়েছে।