রাণীনগরে ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ২৫ মে ২০১৯ ১১:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪০৮ বার।

নওগাঁর রাণীনগরে ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে আরো একটি ইট ভাটার ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ইট ভাটার লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকার দায়ে ইট ভাটা গুড়িয়ে দেয়াসহ জরিমানা করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের জামালগঞ্জ নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জানাগেছে, নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের বিচারক মো: মহিউদ্দিন রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকার ইট ভাটায় অভিযান পরিচালনা করেন । এসময় জামালগঞ্জ নামক স্থানে মের্সাস কাফি ব্রিকস এর লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকার দায়ে স্কেবেটার মেশিন দিয়ে ইট ভাটা গুড়িয়ে দেয়। একই এলাকার জে,ই,টি ব্রিকস্ নামের আরো একটি ইট ভাটার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন বিচারক মহিউদ্দীন ।