বগুড়ায় এসআইবিএলের অর্থ আত্মসাৎ মামলায় খোকন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ মে ২০১৯ ১৩:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩৩ বার।

বগুড়ায় সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ৩১ কোটি টাকা আত্মসাৎ মামলার অন্যতম পলাতক আসামী ব্যবসায়ী মাকসুদুল আলম খোকনকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাত ১০টার দিকে তাকে শহর থেকে গ্রেফতার করা হয়। বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান খোকনকে গ্রেফতারের কথা জানিয়ে বলেন, তার বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা ছিল। মাকসুদুল আলম শহরের চকসুত্রাপুর এলাকার মরহুম শাহ্ আলমের ছেলে।
ওই একই মামলায় ইতিপূর্বে ব্যবসায়ী আব্দুল মান্নান এবং এসআইবিএলের বগুড়া শাখার সাবেক ব্যবস্থাপক রফিকুল ইসলাম গত ১৬ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে আব্দুল মান্নান আকন্দ উচ্চ আদালত থেকে জামিন নেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট ইন্সপেক্টর নিশিত কুমার ঘোষ জানান, ২০০৮ সালের ২৩ অক্টোবর থেকে পরবর্তী তিন বছরে এসআইবিএলের বগুড়া শাখা থেকে তৎকালীন ব্যবস্থাপক, অপর দুই কর্মকর্তা এবং ৬ ব্যবসায়ীসহ ৯জন মিলে বিভিন্ন গ্রাহকের নামে ভুয়া ঋণ হিসাব খুলে ৩১ কোটি ১৯ লাখ ৪৯ হাজার টাকা আত্মসাৎ করেন। ওই ঘটনায় এসআইবিএলের বগুড়া শাখার তৎকালীন ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদী হয়ে ২০১১ সালে মামলা দায়ের করেন। 
পরবর্তীতে দুদক মামলাটি তদন্ত করে এবং ২০১৭ সালে আদালতে চার্জশীট দাখিল করে। চার্জশীটভুক্ত আসামীরা হলেন: এসআইবিএলের সাবেক ব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) রফিকুল ইসলাম, সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে বরখাস্ত) আতিকুল কবির, সাবেক এক্সিকিউটিভ অফিসার (বর্তমানে বরখাস্ত) মাহবুবুর রহমান, ব্যবসায়ী আকতার হোসেন মামুন, জহুরুল হক মোমিন, এনামুল হক বাবু, মাকসুদুলম আলম খোকন, ফেরদৌস আলম এবং শুকরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল মান্নান আকন্দ।
দুদকের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জানান, চার্জশীট দাখিলের পর চলতি বছরের ৪ মার্চ আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিনি বলেন, মামলায় উল্লেখিত ৩১ কোটি টাকার মধ্যে গ্রেফতার মাকসুদুল আলম খোকনের বিরুদ্ধে ৬ কোটি আত্মসাতের অভিযোগ রয়েছে।