বগুড়ায় টিএমএসএস ও আইডিএলসি’র উদ্যোগে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা অপারেশন শুরু

অরূপ রতন শীলঃ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৫১ বার।

বগুড়ায় বিভিন্ন বয়সী ঠোঁট ও তালুকাটা নারী-পুরুষকে বিনামূল্যে ‘ক্লেফট লিপ সার্জারী’ বা অপারেশনের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। টিএমএসএস মেডিকেল কলেজ এবং রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড যৌথভাবে এ কার্যক্রম শুরু করেছে।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ সহযোগিতায় ওই কর্মসূচীর মাধ্যমে ১৯ মাস বয়সী শিশু থেকে শুরু ৩০ বছর বয়সী মোট ৪৮ জনের অপারেশনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে গত বুধবার ৮জনের অপারেশন করা হয়। বৃহস্পতিবার ২০জনের অপারেশন সম্পন্ন হয়েছে এবং শুক্রবার সমসংখ্যক অপারেশন সার্জারী করা হয়। একদিন আগে অপারেশন শুরু হলেও বৃহস্পতিবার রফাতুল্লাহ্্ হাসপাতালে ওই কর্মসূচী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
টিএমএসএসের রফাতুল্লাহ্ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রায় ৮ বছর আগে ২০১০ সালে তারা এ ধরনের অপারেশন শুরু করে। চলতি বছর পর্যন্ত তারা বগুড়ায় এ পর্যন্ত ৭ হাজার ৩৭জনের  ঠোঁট ও তালু কাটা অপারেশন করেছে।
বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বগুড়ার জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী এ ধরনের উদ্যোগকে মহৎ উল্লেখ করে বলেন, ‘এ অপারেশনের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব রোগীদের সংগ্রহ করে অপারেশনের মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে।’ তিনি আরও বলেন, ‘চিকিৎসা সেবায় দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান গুলোকেও মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।’
টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ খান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডাঃ মতলুব আহমেদ এবং স্বাস্থ্য সেক্টরের ডমিন প্রধান ডাঃ আব্দুল হক । এর আগে মাল্টিমিডিয়ার মাধ্যমে অতিথিদের ঠোঁট ও তালুকাটা সংক্রান্ত একটি ভিডিও চিত্র তুলে ধরেন টিএমএসএস এর উপ-পরিচালক আলমগীর হোসেন।
ওই কর্মসূচীর অন্যতম সমন্বয়ক টিএমএসএসের উপ-পরিচালক আলমগীর হোসেন জানান, এবার তারা মোট ৩০জন রোগীকে অপারেশন করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরও ১৮জনকে অন্তর্ভূক্ত করা হয়। তিনি বলেন, বগুড়ার পাশাপাশি কুড়িগ্রাম এবং নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রোগী এসেছে।