বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আব্দুল আউয়ালঃ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩২৭ বার।

বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের (এপিবিএন) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের মুক্তমঞ্চে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন অধিনায়কপত্নী ইয়াসমিন রহিম।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এপিবিএনের সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র। সভাপতিত্ব করেন এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল জানান, শিক্ষার্থীদের মধ্যে যেন ভালো পড়াশোনার আগ্রহ তৈরি হয় সেজন্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এছাড়া তারা যাতে কো-ক্যারিকুলামে দক্ষ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেটিও অন্যতম একটি লক্ষ্য।আয়োজকরা জানান, মোট ৩ টি ক্যাটাগরীতে বিভিন্ন শ্রেণির ৮৬ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এর পাশাপাশি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

ক্যাটাগরি তিনটি হলো-পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীর মধ্যে যারা আভ্যন্তরীণ পরীক্ষার ফলাফলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় পুরষ্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রী।