বগুড়ায় বিএনপি নেতা শাহীনের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ মে ২০১৯ ১০:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৪ বার।

বিএনপি নেতা পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের খুনীদের ফাঁসির দাবিতে রোববার দুপুরে বগুড়ায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বগুড়া সদর উপজেলাবাসীর ব্যানারে অনুষ্ঠিত ওই মানববন্ধনে নিহত শাহীনের পরিবারের সদস্যরাও অংশ নেন। 
বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীন গত ১৪ এপ্রিল রাতে শহরের উপ-শহর বাজার এলাকায় খুন হন। ওই হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে নিহত শাহীনের স্ত্রী আকতার জাহান শিল্পী ১৬ এপ্রিল বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ১০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ প্রধান আসামী আমিনুল ইসলামসহ ৪জনকে এরই মধ্যে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ৩জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দীও দিয়েছে। 
নিহত শাহীন পেশায় একজন আইনজীবী হওয়ায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ওই হত্যা মামলার কোন আসামীকে আইন সহায়তা প্রদান না করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটি। তারা গত ২৩ মে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, যদি গ্রেফতার আমিনুল ইসলামকে আইনী সহায়তা প্রদানে বাধা দেওয়া হয় তাহলে ঈদের পর দিন থেকে বগুড়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।
অ্যাডভোকেট শাহীন হত্যাকা-ে জড়িতদের ফাঁসির দাবিতে রোববার দুপুর ১২টায় অনুষ্ঠিত ওই মানববন্ধন থেকে হত্যা মামলার প্রধান আসামী কারারুদ্ধ আমিনুল ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়ায় বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক যৌথ সংগঠন নেতৃবৃন্দের সমালোচনা করা হয়। মানবন্ধন চলাকালে বক্তারা বলেন, নিহত শাহীন নিজেও একজন পরিবহন ব্যবসায়ী এবং মালিক সমিতির নেতা ছিলেন। তাই তার খুনীদের বিচার হোক এটা পরিবহন মালিক-শ্রমিকরাও চান। কিন্তু পরিবহন সেক্টরের কতিপয় নেতা খুনীদের পক্ষে নিয়েছেন। বক্তারা পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে নিহত শাহীনের ছোট ভাই কাওসার আহমেদ, কন্যা মেহেজাবীন সুজানা, নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সদস্য মোজাফফর হোসেন ও বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেল বক্তৃতা করেন।