শেরপুরে ঋণের টাকা দিতে না পারায় এক ব্যক্তির আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০১৯ ১৪:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৯ বার।

বগুড়ার শেরপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে নিতাই চন্দ্র ব্যাপারি (৩৮) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৬মে) দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের চকখানপুর গ্রামস্থ তার বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। নিহত নিতাই চন্দ্র একই গ্রামের চৈতন্য চন্দ্র ব্যাপারির ছেলে। স্থানীয় এলাকাবাসী জানান, নিতাই চন্দ্র বেশ কয়েকটি সংস্থা ও একাধিক ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছেন। কিন্তু সেসব ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না তিনি। একপর্যায়ে দিশেহারা হয়ে নিজ ঘরের তীরের সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করেছেন। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পুতুল মোহন্ত জানান, রোববার সকালের দিকে খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখি শয়নকক্ষের তীরের সঙ্গে নিতাই চন্দ্রের লাশ ঝুলে আছে। পরে এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে- নিহত ব্যক্তির প্রচুর ঋণ রয়েছে তা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় আত্মহত্যা করে থাকতে পারেন। উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।