বগুড়ার কাহালুতে বাড়ি বাড়ি গিয়ে ধান কিনলেন ইউএনও

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৭ মে ২০১৯ ১২:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৮২ বার।

বগুড়ার কাহালুতে পাল্লাপাড়া গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সরাসরি কৃষক মাজেদ আলীর কাছ থেকে ধান কিনলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান।সোমবার কাহালু উপজেলা থেকে কৃষকদের মধ্যে লটারি করে ৫৪২ মেট্রিক টন ধান কেনা হবে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম। ধান দেয়ার জন্য কৃষকের ব্যাপক সাড়া পাওয়ায় লটারি করে কৃষক নির্বাচন করা হচ্ছে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ (লালু), রওশন আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাহালু ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান কামাল উদ্দিন কবিরাজ, কাহালু খাদ্য পরিদর্শক মাসুদ রানা, কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী কবিরাজ, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহ কবিরাজ এবং কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন।