দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০১৯ ১৩:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৫ বার।

দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে পরিষদে ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন তোজাম ১ কোটি ৮ লাখ ৪৫ হাজার ২৪০টাকার সম্ভাব্য উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩লাখ ৫৫হাজার টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৩হাজার ২’শ টাকা। ব্যয় ধরা হয়েছে ১কোটি ৮লাখ ৪২হাজার ৪০টাকা। বাজেট ঘোষনা উপলক্ষে এক আলোচনা সভা ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন তোজামের সভাপতিত্বে ও সচিব সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক ব্যাংকার আলহাজ্ব আজিজুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসলাম, প্রমুখ। এসময় সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইশারত আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন সহ ইউপি সদস্য-সদস্যা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।