সাপের ঝগড়া থামাতে গিয়ে ছোবলে মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০১৯ ১৪:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৭ বার।

বিষাক্ত গোখরো (কিং কোবরা) আর গুইসাপের ঝগড়া থামাতে গিয়ে ছোবলে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বুরুন্দী বিলে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জামাল মিয়া বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার মৃত মরণ আলী বেপারীর ছেলে। তিনি পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাড়মোড়া এলাকার জামাল মিয়া বুরুন্দী বিলের পাশ দিয়ে কাজের যাওয়ার সময় বিষাক্ত কিং কোবরা ও গুইসাপের মধ্যে ঝগড়ার দৃশ্য তার নজরে পরে। এ সময় সে ঢিল ছুড়ে তাদের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, বিষাক্ত সাপের ছোবলে স্যানিটারি মিস্ত্রি জামালের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।