ইসরাইলি ক্ষেপণাস্ত্র যুক্ত করা হচ্ছে ভারতীয় সুখোই যুদ্ধবিমানে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০১৯ ১৪:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারিতে পাকিস্তানের সঙ্গে আকাশযুদ্ধে ভারতের সম্মুখসারির সুখোই-৩০ যুদ্ধবিমানে রুশ নির্মিত আর-৭৭ ক্ষেপণাস্ত্র ভালো করতে পারেনি। এবার সুখোই থেকে আকাশ থেকে আকাশে ছোড়ার ওই ক্ষেপণাস্ত্র বদলে দিতে চায় ভারতীয় বিমান বাহিনী।-খবর এনডিটিভি অনলাইনের

কাজেই সুখোই-৩০ যুদ্ধবিমানে যুক্ত হচ্ছে ইসরাইলি আকাশ থেকে আকাশে হামলায় সক্ষম ডারবি ক্ষেপণাস্ত্র।

ভারতীয় বিমান বাহিনী সূত্র জানায়, ভূমি থেকে আকাশে হামলায় সক্ষম এসপিওয়াইডিইআর ব্যবস্থার অংশ হিসেবে আমাদের কাছে ক্ষেপণাস্ত্র আছে। কাজেই এই ক্ষেপণাস্ত্র সংযুক্তকরণ হবে পরবর্তী পদক্ষেপ।

পুলওয়ামায় এক কাশ্মীরি তরুণের আত্মঘাতী হামলায় ৪০ জওয়ান নিহত হওয়ার পর পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। ওই হামলার প্রতিশোধ নিতে নিয়ন্ত্রণ রেখায় ২৪ যুদ্ধবিমানের একটি ব্যূহ স্থাপন করে পাকিস্তানের বিমান বাহিনী।

এতে রাজৌরি সেক্টরে ভারতীয় সামরিক অবস্থানে বোমা হামলাতে সক্ষম হয়েছে পাকিস্তান। কারগিল যুদ্ধে অংশ নেয়া সামির জোশি বলেন, আজাদ কাশ্মীর থেকে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারতীয় বিমান বাহিনীকে ভড়কে দিয়েছে পাকিস্তান।

কাজেই নিজের বিমান সক্ষমতা বাড়াতে ভারতীয় বিমান বাহিনী আই-ডারবি সংযুক্ত করতে চাচ্ছে। ২০১৫ সালে প্যারিস এয়ার শোতে এটি প্রথম উন্মোচন করা হয়েছে।