প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বগুড়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে  তুলে নিয়ে যাওয়া স্বামীর সন্ধান চান স্ত্রী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ মে ২০১৯ ১২:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮১ বার।


বগুড়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া স্বামী হারুণ-উর-রশিদকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন গৃহবধু খাদিজা বেগম। বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে গাবতলীর পাড়াবাইশা গ্রামের আব্দুস সামাদের কন্যা খাদিজা বেগম জানান, তার সাথে একই উপজেলার হাসনাপাড়ার বাসিন্দা  হারুণ-উর-রশিদের প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি অভিযোগ করেন, বড় বোন আমিজা বেগম এবং তিনি ও তার স্বামী গত ১৪ মে মঙ্গলবার দুপুরে গাবতলী কমার্শিয়াল কাজী মার্কেটে কেনাকাটা করতে যান। এরপর বেলা ৩টার দিকে তারা স্থানীয় বাজারের গেট দিয়ে বাইরে পাকা রাস্তার কাছে যেতেই সাদা পোশাকে তিন ব্যক্তি তার স্বামীকে টেনে-হিচরে সিএনজি চালিত অটোরিকশায় তোলেন। ওই সময় চিৎকার দিলে লোকজন এগিয়ে আসে। তখন সাদা পোষাকে থাকা ওই তিন ব্যক্তি পরিচয়পত্র বের করে নিজেদেরকে ডিবি সদস্য বলে পরিচয় দেয় এবং হারুণ-উর-রশিদকে নিয়ে চলে যায়। পরদিন বুধবার রাতে তার শ্বাশুড়ি রাহেমা বেগম ছেলের সন্ধান চেয়ে গাবতলী থানায় ডায়েরি করতে গেলে কর্মকর্তারা সেটি আবেদন হিসেবে গ্রহণ করেন। 
গৃহবধু খাদিজা বেগম বলেন, ‘থানায় অভিযোগ করতে গেলে পুলিশ কর্মকর্তারা আমার স্বামীকে খুঁজে বের করার আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে বগুড়ায় ডিবি অফিসসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য অফিসগুলোতে খোঁজ করা হলেও আমার স্বামীর কোন সন্ধান পাইনি।’
স্বামী হারুন-উর- রশিদের অবর্তমানে মানসিকভাবে ভেঙ্গে পড়ার কথা জানিয়ে খাদিজা বেগম বলেন, ‘আমি আতঙ্কের মধ্যে দিন যাপন করছি। আমার স্বামী যদি কোন অপরাধ করে থাকে এবং সত্যিই যদি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাকে গ্রেফতার করে থাকে তাহলে তারা যেন তাকে দ্রুত আদালতে হাজির করেন। এ বিষয়ে আমি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।’