ইনজুরিতে পড়েছেন মাশরাফি!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০১৯ ১৩:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৫ বার।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের ওই হার নিয়ে খুব একটা চিন্তিত নয় দল। তবে ভক্তরা একটু চিন্তায় পড়তে পারেন মাশরাফির ইনজুরির খবরে। মঙ্গলবার ভারতের বিপক্ষ বল করতে গিয়ে হ্যামস্টিং চোটে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক।

প্রথমে বল করা বাংলাদেশ এ ম্যাচে খুব ভালো করতে পারেনি। ভারত ৫০ ওভারে তোলে ৩৫৯ রান। তবে শুরুতে বোলাররা ভালো বোলিং করেন। শত রান পেরোতেই ভারতের চার উইকেট তুলে নেন মুস্তাফিজ-রুবেলরা। মাশরাফি উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেন। প্রস্তুতি ম্যাচ হওয়ায় পাঁচ ওভারের মতো বোলিং করার পরিকল্পনা ছিল মাশরাফির।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাঁ-পায়ে হ্যামস্টিংয়ে টান পড়ে মাশরাফির।

তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি রান তুলছেন দেখে আরও এক ওভার বোলিং করেন। নিজের ষষ্ঠ ওভারে এসেই হামস্টিংয়ে পান চোট। এ নিয়ে সংবাদমাধ্যমকে মাশরাফি বলেন, 'প্রথম দুই-এক ওভারে মাঝে মধ্যেই সমস্যা হয়। শুরুতে অসুবিধা না হলে পরে সমস্যা তৈরি হয় না। এদিনও শুরুতে সমস্যা হয়নি। তবে ষষ্ঠ ওভারে হ্যামস্ট্রিংয়ে টান পড়ে।'

এ ধরনের ইনজুরিতে বিশ্রাম নিলে ঠিক হয়ে যায়। ব্যাপার হচ্ছে ফিজিওরা হ্যামস্টিং হলে সাধারণত পাঁচ-ছয় দিনের বিশ্রাম দেন। সেই হিসেব ধরলে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পরেও বিশ্রামে থাকতে হবে মাশরাফির। তিনি অবশ্য ওই চোট নিয়ে খুব একটা ভাবছেন না। বিশ্রাম যতটুকুই হোক, তা নিয়েই বাংলাদেশের প্রথম ম্যাচেই খেলতে চান টাইগার অধিনায়ক।