বগুড়ার দুপচাঁচিয়ায় কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের উদ্বোধন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০১৯ ১৩:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৬ বার।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বুধবার দুপুরে সদর ইউনিয়নের মাসিন্দা গ্রামে ধান সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন।

উপজেলার ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ২৪হাজার ৫১৪জন কৃষি কার্ডধারী কৃষকের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ৭৩৪জনের কাছ থেকে সরাসরি ৫’শ কেজি করে ৩৬৭ মে.টন ধান সংগ্রহ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা আ’লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রাব্বানী, দুপচাঁচিয়া এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছির আরাফাত, কৃষক হেলাল উদ্দিন, রুহুল আমিন প্রমুখ।