পালিত হলো বগুড়া থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৯ মে ২০১৯ ১৬:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৬ বার।

৩৯ নাট্যবসন্তে বগুড়া থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, পদকপ্রদান দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় টি,এম,এস,এস মহিলা মার্কেটের চতুর্থ তলার ঊষা হলে ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় মিলনায়তন ভরে ওঠে বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের অগ্রজ অনুজ, বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের মানুষের উপস্থিতিতে। 

প্রতিষ্ঠা জয়ন্তীর অনুষ্ঠানে বগুড়া থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ফয়েজ আহম্মদ।

বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা হয়। এসময় আরো বক্তব্য রাখেন বগুড়া থিয়েটারের সাবেক সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি এ্যড. আব্দুল মতিন পি, পি, জেলা কালচারাল অফিসার শাহাদত হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বি,আই,আই,টি'র অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, নাট্য দলের সভাপতি, মির্জা আহসানুল হক দুলাল, বাংলাদেশ রেস্তোরা সমিতির সচিব রেজাউল করিম সরকার রবিন, বগুড়া থিয়েটারের সহ সভাপতি ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর এবং সহ সভাপতি এ্যাড. পলাশ খন্দকার।

বগুড়া থিয়েটারের নাট্যকর্মি কনক কুমার পাল অলকের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মৃতিচারণ করেন বগুড়া থিয়েটারের অগ্রজ নাট্যযোদ্ধা এটিএন বাংলার উত্তরবঙ্গ ব্যুরো প্রধান চপল সাহা, কবি সুকুমার দাস, দিলবার রহমান বাদশা, ফরহাদ হোসেন, শহীদুর রহমান, কবি জয়ন্ত দেব, নাট্যজন সাদেকুর রহমান সুজন, নাট্যজন শ্যামল বিশ্বাস, ইনসান আলূ, তনু সাহা, ফারুক হোসেন, মঞ্চ ও মিডিয়া ব্যক্তিত্ব রুবল লোদী, নাট্যকর্মী তোশিবা ইসলাম, নিশু ইসলাম প্রমুখ।

প্রতিবারের মত এ বছর খন্দকার গোলাম কাদের ও এ,এইচ, আযম খান স্মরণে বগুড়া থিয়েটার পদক প্রদান করা হয় যাত্রা ও অভিনয় শিল্পী মকবুল হোসেন বুলেটকে। 

তিন দিন ব্যাপী বগুড়া থিয়েটারের অনুষ্ঠানের, আগামিকাল সন্ধ্যায় বগুড়া থিয়েটার কার্যালয়ে তৌফিক হাসান ময়নার রচনায় নব প্রযোজনা ফকির মজনু শাহ এর আনুষ্ঠানিক পাঠ মহড়া শুরু হবে।