বগুড়ায় ‌‌'পরিবর্তন চাই'-এর পরিচ্ছন্নতা অভিযান

মুজাহিদুল ইসলাম জাহিদঃ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৩৩ বার।

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা থেকে পৌরসভা ভবন পর্যন্ত সড়ক ও ফুটপাতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বেসরকারি সংগঠন ‘পরিবর্তন চাই’। শনিবার সকাল ১১টায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান। ইয়ুথ ফোরামের সহযোগিতায় পরিচ্ছন্নতা কার্যক্রমে শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।
এর আগে সংগঠনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলামের নেতৃত্বে র‌্যালী বের করা হয়। পরে স্বেচ্ছাসেবীদের সনদপত্র প্রদান এবং শপথ বাক্য পাঠ করানো হয়।
উদ্বোধনী বক্তৃতায় মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এটি মূলত পৌরসভারই কাজ। কিন্তু তার পরেও সামাজিক দায়বদ্ধতা থেকে ‘পরিবর্তন চাই’ নামে সংগঠনটি যে উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে তা প্রশংসার দাবি রাখে। তিনি বলেন, ‘আমরা এ ধরনের ইতিবাচক কাজে সব সময় সহযোগিতা করে থাকি এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।’
সত্য, সুন্দর এবং পরিচ্ছন্নতা আন্দোলনের লক্ষ্য নিয়ে  ২০১৪ সালে ‘পরিবর্তন চাই’ নামে সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা হয়। বাংলাদেশের জনসাধারনের জীবনযাত্রার মান উন্নয়ন, সামাজিক বৈষম্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা গড়ে তুলতে সংগঠনটি সরকারি ও বেসরকারি সংস্থার সাথে বিভিন্ন কর্মসূচী পালন করছে।
‘চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’- শ্লোগান বুকে ধারণ করে সংগঠনটি বর্তমানে দেশের ৬৪টি জেলার ১৬৪টি পয়েন্টে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি জন্য তারা বছরের একটি দিনকে ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ বা সংক্ষেপে ‘দেপক দিবস’ পালন করতে চায়।
পরিচ্ছন্নতা কার্যক্রম শুরুর আগে শনিবার সকাল ১০টার দিকে শহরের শহীদ খোকন পার্কে স্বেচ্ছাসেবীদের নাম রেজিস্ট্রেশন করা হয়। পরে র‌্যালী শেষে সকাল ১১টায় জিরো পয়েন্ট সাতমাথা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের মধ্যে কয়েকজন নারীও ছিলেন। স্বেচ্ছাসেবীরা ঝাড়ু ও বেলচা হাতে কয়েকটি দলে বিভক্ত হয়ে সড়ক ও ফুটপত পরিষ্কার এবং ময়লা সংগ্রহ করে পৌরসভার আবর্জনাবাহী গাড়িতে সংরক্ষণ করেন।
পৌরসভার প্রধান ফটকের পরিচ্ছন্নতা অভিযান শেষে পৌর ভবনে স্বেচ্ছাসেবীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান ‘পরিবর্তন চাই’এর বগুড়া জেলা সমন্বয়ক মিজানুর রহমান। তিনি জানিয়েছেন, তাদের এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।