ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় জলেশ্বরীতলা ও কলোনীর দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৯ মে ২০১৯ ১৬:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৫১ বার।

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে বগুড়ায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদরের জলেশ্বরীতলা ও কলোনী এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান ওই অর্থদণ্ড প্রদান করেন। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৫ ঘন্টার ওই অভিযানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে আদালত চিটাগাং নূর হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার নূর নবীকে ৭০ হাজার টাকা এবং কেয়ার্স আই এর ম্যানেজার উজ্জ্বল হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।