তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ

বগুড়ায় ভিপি নুরের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের তদন্ত কমিটি

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ৩০ মে ২০১৯ ০৭:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বুধবার ছাত্রলীগের দফতর বিষয়ক উপ-সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সি স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


গত ২৬ মে  বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বগুড়া শাখার আয়োজনে  এক ইফতার মাহফিলে যোগ দিতে এলে প্রথমে পুলিশ তাদের কর্মসূচি পালনে বাধা দেয়, পরে ছাত্রলীগের কর্মীরা ভিপি নুরসহ তার সহযোগী নেতাদের ওপরে হামলা চালায়।এতে ভিপি নূরসহ প্রায় ২০ জন আহত হোন। হামলায় যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসন শাহনেওয়াজ শাওন ও পুণ্ড্রকথা ওয়েব পোর্টলের সাংবাদিক আব্দুল আউয়ালও আহত হোন।  হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ২৭ মে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বগুড়া টেলিভিশন রিপোর্টাস ইউনিট ও টেলিভিশন ক্যামেরাপার্সন এ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ওই কর্মসূচী থেকে জড়িতদের গ্রেফতারের দাবিতে ৪৮ ঘন্টার আল্টেমেটাম ঘোষণা করা হয়। 

আল্টেমেটাম অনুযায়ী বৃহস্পতিবার সাংবাদিক নেতৃবৃন্দের কর্মসূচী পালনের কথা থাকলেও তা স্থগিত করা হয়। এ বিষয়ে বগুড়া টেলিভিশন রিপোর্টাস ইউনিটের  সাধারণ সম্পাদক চপল সাহা পুণ্ড্রকথাকে বলেন, 'বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জড়িতদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা দেয়ার প্রতিশ্রুতি দেন। মূলত তার সংগঠনের  অনুরোধেই আমরা  কর্মসূচী স্থগিত করেছি।'

ওই হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন, বাংলাদেশ ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত, আইন বিষয়ক উপ-সম্পাদক মো. সুজন শেখ, শাহাদুল হাসান আল মুরাদ। কমিটিকে সরেজমিনে ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক। হামলার সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের যেকোনও স্তরের নেতাকর্মী জড়িতের প্রমাণ পাওয়া গেলে তাদের সাংগঠনিক কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি নুরুল হক নুর নতুন রাজনৈতিক দল গঠনের অভিপ্রায়ে দেশের বিভিন্ন অঞ্চল সফর করছেন বলে আমরা জানতে পেরেছি। সফরকালে ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় তার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ ছাত্রলীগ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নুরুল হক নুরের সঙ্গে সবার সম্মান জড়িত। বিভিন্ন গণমাধ্যমে উক্ত হামলায় ছাত্রলীগের সংশ্লিষ্টার কথা অভিযোগ করেছেন তিনি। ছাত্রলীগ কোনও ধরনের নীতিবাচক কাজকে সমর্থন করে না। তাই ঘটনাটি তদন্তের স্বার্থে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো।